জাবি প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০১৮

ছাত্র-শিক্ষক আটকের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ও সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের’ মানববন্ধনে পুলিশি হামলা এবং অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক ফাহমিদুল হক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটকের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’।

বুধবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে নতুন কলা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘আন্দোলনকে দমন করার জন্য যা করা হচ্ছে এটি গণতন্ত্রের খেলাপ। সরকার এ আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মনে রাখা উচিত, হামলা মামলার চেয়ে ছাত্রদের স্লোগান ও কলমের জোর অনেক শক্তিশালী।’

তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দররক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহম্মদ বলেন, ‘পুলিশ ও ছাত্রলীগ যেভাবে হামলা চালাচ্ছে এটি অবিশ্বাস্য। ওপর মহলের নির্দেশ ছাড়া এধরনের হামলা চালানো সম্ভব নয়। ইতিহাস বলে, মামলা হামলা করে ছাত্রদের আন্দোলন দমন করা কখনোই সম্ভব হয়নি।’

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক আতাউল হক চৌধুরী প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,বিক্ষোভ সমাবেশ,কোটা সংস্কার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist