টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি

  ২২ মে, ২০২০

টঙ্গীতে বন্দুকযুদ্ধে শিশুধর্ষণের আসামি নিহত

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চাঞ্চল্যকর শিশু চাঁদনি হত্যা মামলার প্রধান আসামি আবু সুফিয়ান (২১) নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় মধুমিতা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৬ মে গণধর্ষণের পর হাত পা ভেঙে শ্বাসরোধে হত্যা করা হয় ওই শিশুটিকে। হত্যার ঘটনায় থানায় মামলা করে শিশুটির পরিবার। ঘটনার দুই দিন পর মামলার অন্যতম আসামি নিলয় (১৫) নামে এক কিশোরকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-১ গাজীপুর (পোড়াবাড়ি)ক্যাম্প কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সুফিয়ান। র‍্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,আসামি নিহত,র‌্যাব,টঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close