রাজশাহী ব্যুরো

  ৩১ আগস্ট, ২০১৮

সীমান্তে পদ্মার চরে ৫ জেএমবি গ্রেফতার

ভারতীয় সীমান্ত এলাকার রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি মধ্য চরে অভিযান চালিয়ে জেএমবির আঞ্চলিক নেতা আমিনুলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিনসহ চার রাউন্ড গুলি ও চারটি উগ্র বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন—উপজেলার বারইপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২), চর বোয়ালমারী আর্দশ গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মুরসালিন (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ইসমাইল হোসেন (৩২), রুস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আইনুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মতিন (৪০)।

র‌্যাব ৫-এর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। জেএমবি সদস্যরা সীমান্ত এলাকার চরে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেএমবি,গ্রেফতার,নাশকতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close