reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৭

জন্মদিন স্মরণে ‘হুমায়ূন মেলা’

সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ-এর ৭০তম জন্মদিন আগামীকাল সোমবার ১৩ নভেম্বর। এ উপলক্ষে এবারও হুমায়ূন মেলার আয়োজন করেছে চ্যানেল আই। আগামীকাল বিকেল ৩টা ৫ মিনিটে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে হুমায়ূন মেলার উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদ পরিবারের সদস্য, নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, চ্যানেল আইয়ের পরিচালক ও বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা।

মেলায় থাকবে হুমায়ুন আহমেদের লেখা বই, চলচ্চিত্র ও নাটকের ডিভিডির স্টল। মেলা চলবে রাত ৭টা পর্যন্ত। চেতনা চত্বরে স্থাপিত মেলামঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। থাকবে নাচ এবং তাকে নিয়ে স্মৃতিচারণ। মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।

শনিবার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, 'হুমায়ূন আহমেদ যতদিন বেঁচে ছিলেন, নানাভাবে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। চ্যানেল আইয়ের জন্য অনেক নাটক লিখেছেন। তিনি আমাদের প্রাতঃস্মরণীয় একটি মহীরুহ ব্যক্তি। তাকে নিয়ে এ ধরনের একটি মেলা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। অন্যবারের মতো মেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করা হবে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেলার পৃষ্ঠপোষক এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর ও সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। নাট্যজন কেরামত মওলা ও নাট্যাভিনেতা মাজনুন মিজান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুমায়ূন মেলা,হুমায়ূন আহমেদ,চ্যানেল আই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist