ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন কাজল রশীদ শাহীন
ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন গবেষক ও সাংবাদিক কাজল রশীদ শাহীন। ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ : অন্বেষা, অবলোকন, তত্ত্ব’ বইয়ের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ের কনফারেন্স রুমে ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কমিটির এক সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়। এ বছর উপন্যাস, কবিতা, শিশুসাহিত্য, কথাসাহিত্য, প্রবন্ধসহ আট শাখায় ১০ জনকে দেওয়া হচ্ছে এই পুরস্কার।
ড. কাজল রশীদ শাহীন ছাড়াও যারা পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার—উপন্যাস ‘উপেক্ষীত সীতা’র জন্য হরিশংকর জলদাস, কাব্যগ্রন্থ ‘মুজিবমঞ্জুষা’র জন্য কবি মুহম্মদ নূরুল হুদা, ছড়া-কবিতায় ‘আনন্দ বাগান’ বইয়ের জন্য রমজান মাহমুদ, গল্প ও উপন্যাসে ‘পাখিদের ঘরবাড়ি’র জন্য সারওয়ার-উল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণায় ‘১৯৭১ ঢাকা টেলিভিশন’ বইয়ের জন্য আহমেদ রেজাউর রহমান এবং ‘১৯৭১ বধ্যভূমির পথে’র জন্য ড. সেলিনা রশিদ, তরুণ শাখায় ‘খোলস’-এর জন্য ইউসুফ সাকী ব্যানার্জী এবং ‘দহনকাল’-এর জন্য ইয়াসিন আযীজ।