হিলি প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২০

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমেছে

হিলিতে ২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি ও দেশি দুই পেঁয়াজের সরবরাহ রয়েছে বাজারে। মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আমদানি করা বার্মার পেঁয়াজ একশ’ টাকা থেকে কমে ৬০ থেকে ৭০ টাকায় যা দুইদিন আগে বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০ টাকা দরে। এছাড়াও ভারতীয় কিছু পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে যা দুইদিন আগে বিক্রি হতো ৮০ টাকা দরে।

পেঁয়াজ কিনতে আসা মাহাবুব আলম ও আতিকুর ইসলাম বলেন, মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ গত কিছু দিন আগে পেয়াজ কিনেছিলাম ৮০ টাকা দরে আজ সেই পিঁয়াজ কিনলাম ৫০ টাকা দরে। দাম কিছুটা কমার কারনে একটু বেশিই কিনলাম। সাধারণ ক্রেতারা মনে করেন, যদি পেঁয়াজের দাম আরও কমে তবে তাদের অনেক সুবিধা হতো। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, বৃহস্পতিবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

কাল রোববার বা সোমবার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হতে পারে। এ খবর দেশের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে আর দামও কমতে শুরু করেছে। আরও দাম কমতে পারে বলে মনে করছে বিক্রেতারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেঁয়াজ,হিলি,পেঁয়াজের দাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close