সাতক্ষীরা প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

সাতক্ষীরায় নজরুল সম্মেলন শুরু

সুরের মূর্ছনায় সাতক্ষীরায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বর্ণাঢ্য শোভাযাত্রার পর সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার সকালে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা এসে শেষ হয় শিল্পকলা একাডেমিতে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার।

মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএফএম হায়াতুল্লাহ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভূইয়া, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, নজরুল ইনস্টিটিউটের সচিব আবদুর রহিম, প্রফেসর কাজী মো. অলিউল্লাহ ও প্রফেসর আশুতোষ সরকার। সাতক্ষীরা জেলা প্রশাসন ও কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,নজরুল সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close