নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুলাই, ২০২০

করোনায় মারা গেছেন এলজিইডির ৮ জন আক্রান্ত ৬২

সারা দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ৬২ জন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মচারী আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর তালিকায় একজন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ খান। কোভিড-১৯-এ আক্রান্তদের দেশের বিভিন্ন হাসপাতালে ও বাসায় থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলজিইডি কর্তৃপক্ষকে আক্রান্তদের পাশে থেকে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশ মোতাবেক এলজিইডির সারা দেশে উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close