নিজস্ব প্রতিবেদক

  ১০ মে, ২০২৪

বিশ্বকবির জন্মবার্ষিকী

‘আসুন দুর্নীতিমুক্ত সোনার দেশ গড়ি’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ। গত বুধবার ২৫ বৈশাখ বিকেলে রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদে এ আলোচনা সভায় দলটির সভাপতি এম এ জলিল বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ১৬৩ বছর আগে ব্রিটিশশাসিত ভারতের রাজধানী কলকাতা মহানগরে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মবার্ষিকী আজ বাংলাভাষী সব মানুষ পালন করে থাকে। তার রচিত ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত। এই বাক্য দুটি বাঙালিদের প্রাণের কথা। দেশপ্রেমের কথা। বর্তমানে দুঃখজনক হচ্ছে, আমাদের দেশের একদল ক্ষমতাবান লোক দুর্নীতি করে, ঘুষ খায় এবং বিদেশে টাকা পাচার করে। এরা দেশের শত্রু। আসুন, আমরা সবাই এক হয়ে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস-মাদককে না বলি এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য কবিগুরুর আদর্শকে ধারণ করি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই সোনার বাংলাদেশ গড়ার মহান নেতা। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো বক্তব্য দেন- বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান, কবি মির্জা সেলি, জাতীয় গণতান্ত্রিক লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মো. আবদুল জব্বার, জাসদ নেতা হুমায়ুন কবির, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু, বরিশাল সমিতির নকিব হক, জনকল্যাণ পার্টির দেওয়ান খাইরুল ইসলাম চৌধুরী ও কামাল হোসেনসহ অন্য নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close