reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২৪

রেসিপি : কাঁচা আমের পুডিং

ছবি : সংগৃহীত

বাইরে এখন তীব্র রোদের আঁচ। এ সময় কাঁচা আমের পুডিং সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। দামও নাগালে। কাজেই কাঁচা আমের পুডিং প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙা করে তোলে।

চলুন তবে জেনে নেওয়া যাক কাঁচা আম দিয়ে পুডিং তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. দুধ এক লিটার

২. কাঁচা আমের পিউরি এক কাপ

৩. চিনি ১ কাপ

৪. কর্নফ্লাওয়ার আধা কাপ

৫. এলাচ ৪টি

৬. ভ্যানিলা অ্যাসেন্স ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। এর মধ্যে আস্ত এলাচ, চিনি, ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে ভালো করে নাড়তে হবে।

অন্য একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে তার মধ্যে আম বাটা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার জ্বাল দেওয়া দুধের মধ্যে আমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে নাড়ুন।

একদম ঘন হয়ে এলে মাখন মাখানো বাটিতে পুডিংটি নামিয়ে নিন। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন।

স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর পুডিং জমে এলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাঁচা আমের পুডিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close