প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ ডিসেম্বর, ২০১৭

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদÑ

ফরিদপুর : শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ভারপ্রাপ্ত পুলিশ জামাল পাশা, অ্যাড. সুবল চন্দ্র সাহা, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডা. এম এ জলিল, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

গোপালগঞ্জ : দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম হুমায়ূন কবির, সম্পাদক নিতীশ বিশ্বাস, সহসভাপতি চৌধুরী হাসান মাহামুদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মানিক, প্রচার সম্পাদক মাহাবুব রহমান মুকুল, নিবাহী সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা আ’লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সম্পাদক মাহাবুব আলি খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ভাইস চেয়ারম্যান তাছবিরুল হুদা বাবু, হেমন্ত বিশ্বাস ও কাজী মাহমুদ প্রমুখ।

খুলনা : দিনের প্রথম প্রহরে গল্লামারি বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑজেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিএ হালিম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, প্রফেসর আনোয়ারুল কাদির প্রমুখ। এদিকে, খুলনা প্রেস ক্লাব আয়োজিত আলোচনায় বক্তব্য দেনÑ ক্লাবের সভাপতি এসএম হাবিব, সম্পাদক সুবীর কুমার রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক শাহ আলম, সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ।

মাগুরা : মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মাজেদুর রহমান প্রমুখ।

বগুড়া : বগুড়া জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন প্রমুখ।

এদিকে বগুড়া প্রেস ক্লাবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, সম্পাদক আরিফ রেহমান, প্রদীপ ভট্টাচার্য শংকর, মাহমুদুল আলম নয়ন, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ।

খাগড়াছড়ি : র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পাক হানাদাররা পরাজিত হবে জানতে পারে বিজয়ের আগমূর্হুতে বাঙালী জাতির বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করেছেন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তাদের শূন্যস্থান পূরণ জাতির পক্ষে খুব কষ্টসাধ্য বলে মন্তব্য করেন তারা।

সিরাজগঞ্জ : র‌্যালি শেষে শহীদ বুদ্ধিজিবী ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, অ্যাড. বিমল কুমার দাস, ইসাহাক আলী, আব্দুল হাই তালুকদার, সাবেক কমান্ডার সোহরাব আলী সিএনসি, শফিকুল ইসলাম শফি, ফজলুর রহমান, অ্যাড. সুকুমার চন্দ্র দাস প্রমুখ।

গাইবান্ধা : জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, আবু বকর সিদ্দিক, শাহ শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।

লালমনিরহাট : লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, লালমনিরহাট-কুড়িগ্রাম আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) র‌্যালি এবং র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়য়ের অন্যান্য সংগঠন অংশ গ্রহণ করে। পরে, সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ১৯৭১ সালের বুদ্ধিজীবিদের হত্যার নৃশংসতা, মুক্তিযুদ্ধে তাঁদের অবদান ও ভাবগম্ভীর্য নিয়ে বক্তব্য দেন।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘দেশের সূর্য সন্তানদের পবিত্র স্মৃতিতে সশ্রদ্ধ সালাম’ স্লোগানে ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কর্মশালায় বক্তব্য দেনÑউপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপউপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম খালেদ হোসাইন, নোবিপ্রবি রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী প্রমুখ।

মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা কর্মসূচচির মদ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সম্পাদক ড. ইকবাল মাহমুদ, ড. এ এস এম সাইফুল্লাহ, ড. পিনাকী দে, প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম, হল প্রভোস্ট ড. খাদেমুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি প্রমুখ।

বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডীন আব্দুল কুদ্দুস মিয়া, উপ রেজিস্ট্রার মোরাদ হোসেন, খান মোহাম্মদ আলী, তহিদুল ইসলাম, ড. দেবব্রত পাল, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফাতেমা খাতুন, সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন প্রমুখ।

নজরুল বিশ্ববিদ্যালয় : র‌্যালি ও বিশ্ববিদ্যালয়ের বিজয় স্তম্ভ ‘চির উন্নত মম শির’ এ পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেনÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সম্পাদক শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস ও সিদ্ধার্থ দে, প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ শেষে শোক র‌্যালি বের করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিহত শহীদ বুদ্ধিজীবিদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেনÑইউএনও আবু আসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, আ’লীগ নেতা আবুল বাশার বাঙ্গালী, মুক্তিযোদ্ধা দুলাল আহমেদ ভুঁইয়া, সুধীর চন্দ্র মল্ল বর্মণ, মহরম আলী, মোস্তফা কামাল মজুমদার, আতাহার আলী মজুমদার, নুরুল আমিন চৌধুরী, আবদুস ছোবহান, এনায়েত উল্যাহ, শহীদ মিয়া, ছানা উল্যাহ, আবদুর রব, আবদুল হালিম, সোনা মিয়া, সফি উল্যাহ, যুবলীগ নেতা জানে আলম, স্বেচছাসেবকলীগ নেতা রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশগ্রহণ করেন, সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সভাপতি নবীন আনোয়ার কমরেড, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাহজালাল, প্রভাষক আকুল হোসেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, প্রভাষক ইকবাল কবির লেমন, সবুজসাথী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনা বেগম, ফজলে রাব্বী, রাশেদুজ্জামান রণ, সহকারী শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।

মদন (নেত্রকোনা) : উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএনও ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑমদন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কদ্দুছ, জেলা পরিষদ সদস্য একেএম সাইফুল ইসলাম হান্নান, আয়েশা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ওসি শওকত আলী, সাবেক পৌর কমান্ডার সামছুল হক খসরু, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা হলরুমে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও মোহাম্মদ রাসেলুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম, মুক্তিযুদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক গাজী উল হক চৌধুরী, মোছলেহ উদ্দিন, মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরজুন, বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, সহকারি শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান শিকদার প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলগাজী থানা, ফুলগাজী সরকারি কলেজ ও মুুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ইউএনও কিসিঞ্জার চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াছমিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ পিপিএম, জাসদ সভাপতি আবুল খায়ের মেম্বার প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : স্থানীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেনÑ গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সম্পাদক আতাউর রহমান সরকার, সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর আ’লীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ, যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান, সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান তুহিন প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑইউএনও জিএম সরফরাজ, জেলা আ‘লীগের সহসভাপতি ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, শরীফ হাবিবুর রহমান, রুহুল আমিন, নূর হোসাইন মোল্লা, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : উপজেলা অডিটোরিয়ামে ইউএনও যুবায়েরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেনÑমুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, সহকারি কমিশনার তাহমিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, আব্দুল গাফফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আফসার আহমদ, বাকী বিল্লাহ, সৈয়দ মোতাব্বি আলী প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও মোহাম্মদ শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া, ছাত্রলীগের সম্পাদক শরীফুল ইসলাম, কৃষি অফিসার জুয়েল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার, আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার, জাসদ সভাপতি শফিকুল ইসলাম, আখাউড়া প্রেস ক্লাবের সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বনপাড়া পৌরসভার কালিকাপুরস্থ গণকবরের পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় ইউএনও আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম প্রেস ক্লাবের সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, ইউএনও জামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মাহফুজুর রহমান, ওসি ফজলে রাব্বী, যুব উন্নয়ন অফিসার শহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা আজিজুল হক প্রমুখ।

ধুনট (বগুড়া) : ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক উজ্জল কুমার, তফিজ উদ্দিন, শফিকুল ইসলাম, আবুল কাশেম, হাফিজুর রহমান, জুলেখা বেগম, মাহফুজা বেগম, শিক্ষার্থী নুসরাত জাহান, প্রান্ত কুমার ঘোষ প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑস্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন স্বাধীন, উপজেলা প্রকৌশলী আহসান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেনÑ হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ইউপি ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান ডালিম, যুবলীগের সভাপতি আবু সাঈদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবির সরদার, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগ নেতা জামাল আকন্দ, আমিনুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist