প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০১৭

হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তারাগঞ্জের ঠাকুরপাড়া গ্রামে ফেসবুকের মাধ্যমে ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার আহবায়ক রবীন্দ্রনাথ দেবনাথ, মোল্লাহাট উপজেলার সভাপতি ডা. মনোরঞ্জন হালদার, চিতলমারীর জুড়ান মন্ডল, কচুয়ায় অঞ্জন কুমার মৃধা, মোংলার অম্বরিশ হালদারসহ ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।

লালমনিরহাট : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলার মিশনমোড়ে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাদল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জোটের সেক্রেটারি সুমন্ত কুমার রায়, তাপস কুমার রায়, গোকুল রায়, বাবু গোবিন্দ রায়, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জেলার নেতৃবৃন্দ ও সমর্থকরা কর্মসূচিতে অংশ নেন।

মানিকগঞ্জ : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাজোটের জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমার সাহা, সম্পাদক তাপস রাজবংশী, জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি বিকাশ রাজবংশী, সম্পাদক লিপু চন্দ্র হালদার, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি রাম প্রসাদ চন্দ্র, জেলা শাখার সভাপতি সজীব রাজবংশী, সহসভাপতি সুজন বিশ্বাস প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলার আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন-প্রভাষক রাজু চৌহান, জেলা যুগ্ম-আহ্বায়ক বিপুল কুমার রায়, দীপক কুমার দাস, বিপুল চন্দ্র দাস, শ্যামল চন্দ্র বর্মণ, সুকুমার চন্দ্র বর্মণ, অজিৎ চন্দ্র বর্মণ, ব্রহ্ম¥ানন্দ বর্মণ, মহিমারঞ্জন বর্মণ, বিনয় চন্দ্র বর্মণ, স্বপন চন্দ্র রায়, ছাত্র মহাজোটের নেতা জীবন কুমার রায়, বিকাশ চন্দ্র সুত্রধর, কমল কুমার সরকার প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরে কেন্দ্রীয় কালীমন্দিরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচার, হিন্দুদের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও সরকারি চাকরিতে ২০ শতাংশ কোটাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist