প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ আগস্ট, ২০১৭

তিন স্থানে তিন লাশ উদ্ধার

দেশের পৃথক তিনটি স্থান থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার এসব লাশ উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর-

গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি বাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি ডোবা থেকে সিপাত মিয়া (৩) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি ওই গ্রামের জান্নাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আলী তার স্ত্রী শাহিনুর বেগমসহ নিজস্ব চায়ের দোকানে কাজ করছিল। তাদের সাথে শিশু সিপাতও চিল। কিন্তু হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে দোকানের পাশের ডোবায় তার ভাসমান লাশ দেখতে পায়।

লালমনিরহাট : জেলার দূর্গাপুর ইউনিয়নে ভারতের গ্রিধারি নদীতে নিখোঁজ হওয়া বাংলাদেশী যুবক শরিফুল ইসলাম সাজুর (২৫) লাশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

জেলার ১৫ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল গোলাম মোর্শেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু নদীর নো ম্যান্স ল্যান্ডে ডুবে গিয়েছিল তাই বিষয়টি ভারতীয় বিএসএফের নিকট জানানো হয়েছিল। পরে লাশ উদ্ধার হওয়ার বিষয়টিও বিএসএফকে পত্র দিয়ে জানানো হয়েছে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকাসহ ডুবে নিখোঁজ হওয়া জেলে আইউব আলীর(৭০) ভাসমান লাশ উদ্ধার করেছে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল। থানা পুলিশের মাধ্যমে মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist