কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৭

শেষ মুহূর্তে জমে উঠেছে কেশবপুরের ঈদ বাজার

শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরের কেশবপুরে ঈদ বাজার। বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষগুলো। সকাল থেকে রাত অবধি বিভিন্ন বাজারের গার্মেন্টস, প্রসাধনী সামগ্রী ও জুতার দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শহরে চলছে ভারতীয় সিরিয়ালের হরেক রকমের নামের বাহারি সব জামা, পাঞ্জাবির মাইকিং। উচ্চমূল্যের কারণে নি¤œ আয়ের মানুষগুলো সন্তানদের চাহিদা পূরণ করতে পারছেন না। তার পরও ঈদ উদ্যাপন থেমে থাকছে না তাদের। সাধ ও সাধ্যের বিশাল ব্যবধান রয়েছে তাদের মাঝে। মানুষের স্বাভাবিক কেনা কাটা নির্বিঘেœ পুলিশ প্রশাসনের টহল জোরদার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ জানান, মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাজার ও শহরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

শহরের বিভিন্ন কাপড়, গার্মেন্টস, প্রসাধনী সামগ্রী ও জুতার দোকানগুলোতে ভিড় দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন কোম্পানির শো রুমে ঈদ উপলক্ষে ফ্রিজ, টেলিভিশন ও মোবাইল বিক্রির পরিমাণ এবার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার কেশবপুরের পশু হাটে গরু, ছাগল বিক্রিও সংখ্যা অনেক বেশি। দেশীয় গরু হাটের চাহিদা পূরলে সফল হয়েছে বলে জানালেন হাট কর্তৃপক্ষ। অনেকে ঈদেও বাজার সেরে ফেলছেন শেষ সময়ে। সেমাই চিনিসহ বিভিন্ন মুদি মালামাল ক্রয়ের কাজও চলছে।

বিকেল থেকে কেশবপুর শহরে ইফতারির পুর্ব মুহুর্ত পর্যন্ত চলছে কেনা কাটা। চালের বাজার উর্ধ্বমুখি হওয়ায় নি¤œ আয়ের মানুষ পড়েছেন বিপাকে। উপজেলা শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের হাট বাজারগুলিতে ঈদের বাজার জমে উঠেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist