মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২৮ মে, ২০১৭

লাল মাকড়সার আক্রমণে মাধবপুরের চা বাগান

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে রেডস্পাইডার হেলোফিলিটস রোগের কবলে পড়ে চা উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। সম্প্রতি সময়ে প্রচন্ড খরায় শত শত একরজুড়ে ভাইরাসজনিত এই রোগে চা গাছ আক্রান্ত হয়। এ কারণে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চা বাগান সংশিষ্টরা সংশয় রয়েছে। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, মার্চ-এপ্রিলের দিকে বৃষ্টিপাত হলেও মে মাসে প্রচন্ড খরায় শত শত একরজুড়ে ভাইরাসজনিত বিভিন্ন রোগে চা গাছ আক্রান্ত হয়ে উৎপাদনে মারাত্মক ধস নেমেছে। তীব্র রোদে চা গাছের কচি পাতা গজাচ্ছে না। যে টুকু কুঁড়িপাতা গজাচ্ছে লাল মাকড়সা তা চুষে খেয়ে ফেলছে। এ ছাড়া তীব্র খরায় বালিযুক্ত দোঁআশ মাটি রোদে সহজে মাটি গরম হয়ে চা গাছ লালচে বর্ণ ধারণ করেছে। লাল মাকড়সা ও হেলোফিলিটস রোগ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

একই অবস্থা দেখা দিয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, বৈকুণ্ঠপুর চা বাগান ও নোয়াপাড় চা বাগানে। প্রথমে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলে এখন তা সারা বাগানে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত বছর এ সময় যে পরিমাণ কচিপাতা উৎপাদন হয়েছিল এ বছর তা অর্ধেকে এসে দাঁড়িয়েছে। জগদীশপুর চা বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম মুন্না, তেলিয়াপাড়া চা বাগানের এমদাদুর রহমান মিঠু জানান, গত বছর এ সময়ে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছিল এ বছর বিভিন্ন রোগ বালাইয়ের কারণে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। দেশে-বিদেশ থেকে চা আমদানির কারণে চা শিল্প এমনি হুমকির মুখে রয়েছে। প্রাকৃতিক এ বিপর্যয় দেখা দিলে চা শিল্প আরো গভীর সংকটে পড়বে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist