সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

তিন ইটভাটা উচ্ছেদসহ ১৫ লাখ টাকা জরিমানা

সিংগাইর উপজেলার তিনটি ইটভাটাকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ভাটাগুলোকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহদী ইমামের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করেন। সিংগাইরের চান্দহরে অবস্থিত মেসার্স এমভিএম অ্যান্ড কোং ও মেসার্স মোল্লা ব্রিকস-২ এবং আটিপাড়া গ্রামে অবস্থিত মেসার্স বিবিএল অ্যান্ড কোং নামের তিনটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক তুহিন আলম। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ইটভাটা তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist