আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাকঘরের কার্যক্রম

ডাক বিভাগের উদাসিনতা, পোস্টমাস্টার, পিয়ন ও রানারদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে নওগাঁর আত্রাই উপজেলার প্রধান ডাকঘরসহ ২৮টি সাব ডাকঘরগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। উপজেলার বেশির ভাগ ডাকঘরের দেয়ালগুলোতে বড় বড় ফাটল। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতি বছর বিপুল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পোষ্ট অফিসের বেহাল দশায় বড় বড় অফিস আদালত থেকে শুরু করে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। ফলে সৃষ্ট এ পরিস্থিতিতে ডাকবাক্সের গুরুত্ব একদম কমে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সেটির আর যতœ নেয় না। এমন কি ডাকপিয়ন ও ডাকবাক্সের নিয়মিত খবর রাখে না। চলার পথে কোথাও ৩/৪টি ডাকবাক্স চোখে পড়লেও সেটি একদম জরাজীর্ণ ও চিঠিপত্র পোষ্ট অনুপযোগী বলে মনে হয়। উপজেলার প্রধান ডাকঘর সূত্রে জানা যায়, প্রধান ডাকঘরসহ উপজেলায় মোট ২৮ টি ডাকঘর রয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ডাকঘরগুলোর কার্যক্রম বন্ধ প্রায়। বেশির ভাগ ডাকঘরগুলোতে পিয়ন, পোস্ট মাস্টার, রানার নেই বললেই চলে। আবার কিছু ডাকঘরে নিয়ম মাফিক লোক নিয়োগ থাকলেও ডাকঘরের পিয়ন, পোষ্ট মাস্টার বা রানার একাই সব দায়িত্ব পালন করে আসছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist