টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

টুঙ্গিপাড়ায় চিকিৎসকের ওপর হামলা

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি স্থগিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের উপর হামলার ঘটনার প্রতিবাদে ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তরিকুলসহ দুইজনকে গ্রেফতার করার পর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গত সোমবার কর্মবিরতি স্থগিত করেছেন।

এরআগে, গত ৪ জুলাই, শনিবার টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি কাজী তরিকুল ইসলামসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকরা গত রোববার থেকে কর্মবিরতি পালন শুরু করেন। সোমবার বিকালে এ ঘটনার প্রধান অভিযুক্ত তরিকুলকে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেলা পুলিশ। এরআগে গত শনিবার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামি রিয়াজুল কাজীকে (২২) গ্রেফতার করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন বলেন, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা শুধু আউটডোরের চিকিৎসা বন্ধ রেখেছিলাম। অন্যসব সেবা চালু ছিলো। পুলিশ প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করার পর আমরা আউটডোরের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। দু’দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (গতকাল) থেকে ফের বর্হিবিভাগে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close