টাঙ্গাইল প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২০

টাঙ্গাইলে ৩৩৩ জন হোম কোয়ারেন্টাইনে

টাঙ্গাইলের ১২টি উপজেলায় মোট ৩৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৭৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জেলায় মোট ১ হাজার ৭৭৯ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৪৪৬ জনকে ছাত্রপত্র দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, জেলায় এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close