সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৯

সিরাজগঞ্জে ৫ দিনব্যাপী মহানামযজ্ঞ উদ্বোধন

সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দবাড়ী নাটমন্দিরে পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। গত বুধবার রাতে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস।

মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ধর্ম যার যারÑ উৎসব সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের অসাম্প্রদায়িক দেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বাধা সৃষ্টির জন্য ৭১’র পরাজিত শক্তির উত্তরসূরিরা আজও বিএনপি-জামায়াতের কাঁধে ভর দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিলটন কুমার সাহা, প্রাণ গোবিন্দ চৌধুরী, অ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল প্রমুখ।

এদিকে দীর্ঘদিন ধরে এখানে নাট মন্দির না থাকায় ধর্মীয় অনুষ্ঠানে প্রতিকূলতার সৃষ্টি হয়। যা নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়। এ সময়ে সনাতন ধর্মালম্বীরা উলু ধ্বনিতে মন্দির এলাকায় এক উৎসবের আমেজ সৃষ্টি করে। জনশ্রুতি আছে বিশ্বশান্তি ও দেশ মাতৃকার কল্যাণে এই নামযজ্ঞানুষ্ঠান উৎসর্গ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close