মাগুরা প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৯

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

মাগুরা সদর উপজেলার মহিশাডাঙ্গা গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পাঁচ জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার এ ঘটনা ঘটে। আহতরা হলো মেসকাত (১৫), ইউনুস আলী (১৬), উর্মি (১৪), জান্নাতী (১৫) ও সোহানা (১৫)। বতৃমানে তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে সদর উপজেলার বেঙ্গা বেরইল স্কুলের জেএসসি পরীক্ষার্থীরা মাগুরা পুলিশ লাইন স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিল। মহিশাডাঙ্গা গ্রামের ভিতর দিয়ে আসার সময় কিছু বখাটে চলন্ত ইজিবাইকে ইট ছুড়ে মারে। দুপুরে পরীক্ষা দিয়ে ফিরে যাওয়ার সময় একই স্থানে পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করে মেয়েদের চুল ধরে নামিয়ে নেওয়ার চেষ্টা করে ওই বখাটেরা। এ সময় ইজিবাইকে থাকা শিক্ষার্থীরা বাধা দিলে বখাটেরা পিটিয়ে ও কুপিয়ে তাদের আহত করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close