হবিগঞ্জ প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৯

বানিয়াচঙ্গে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচঙ্গে জলমহাল দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার পুকড়া ইউনিয়নের মুরারআব্দা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার জানান, ওই গ্রামের মাখল লাল ও জ্ঞানের দাসের মধ্যে গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি জলমহাল দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে মাখন লালের লোকজন মহালে গেলে বাঁধা দেয় প্রতিপক্ষরা। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close