নোয়াখালী প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বেশি ভাড়া নেওয়ায় জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে নোয়াখালীতে ১৯টি সিএনজি অটোরিকশাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা শহরের দত্তবাড়ী মোড় থেকে মাইজদী বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।

তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৯টি সিএনজিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে সিএনজি চালক ও মালিকদের সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নির্দেশনা দেওয়া হয়। এক্ষেত্রে সিএনজি পরিবহন সমিতির সাধারণ সম্পাদককেও বিষয়টি অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close