নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৯

ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জে ১০ জনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে মাদকের আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ী রিপনকে শতাধিক ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১’র সদর দপ্তরের উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার তারাব এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ইয়াবা সেবন ও জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

আটকদের মধ্যে খোকন মিয়া, জাহাদ হোসেন, সুজন মিয়া, গোলাম মহিউদ্দিন, হালিম মিয়া, রমজান আলী, রতন মিয়া ও মনসুর হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাস করে এবং মোজাম্মেল হক ও ইব্রাহীমকে জুয়া আইনে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close