প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৯

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী

‘শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে’

নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, কালো ব্যাজ ধারণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, গণভোজ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বেকার যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে বর্বরভাবে হত্যা করে। জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, কৃষকনেতা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বেবী সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে। বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিলও নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজনও হতাহত হন। জাতীয় শোক দিবস দেশব্যাপী পালিত বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফজলে হোসেন বাদশা। এদিকে নগর ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

এরআগে সকালে শোক পদযাত্রায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার শহীদুল্লা প্রমুখ।

ভোলা : ভোলায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, সহসভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান ইউনুছ, জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের এমপি ও জেলা আ.লীগের সভাপতি অ্যাড. শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসাস (পিপিএম), জেলা আ.লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ।

মাগুরা : মাগুরায় র‌্যালিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. বীরেন শিকদার, জেলা প্রশাসক আলী আকবর, পুলিশ সুপার খান রেজোয়ান, জেলা আ.লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলুসহ জেলা আ.লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে আছাদুজ্জামান মিলোনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ : হবিড়ঞ্জে শোক র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, এসপি মোহাম্মদ উল্লা, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে শোক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আ.লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সম্পাদক সাইদুল ইসলাম পাভেল প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড়ে শোকর‌্যালিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাটসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

কুমিল্লা : কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জামালপুর : জামালপুর শহরের দেওয়ানপাড়ায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোরাদ হাসান এমপি, জামালপুর সদরের এমপি মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকিবিল্লাহ প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুর জেলা জেলাপ্রশাসনের আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসান রহমান, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আ.লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

নাটোর : নাটোরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, জেলা প্রশাসকের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে শোক শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শোকর‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, পৌর আ.লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আ.লীগের সম্পাদক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ। এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আ.লীগের সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কে এম আতাউল হাকিম লাল মিয়া, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর ইউএনও শাম্মী ইসলাম প্রমুখ।

বগুড়া : বগুড়ায় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, অ্যাড মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, সুলতান মাহমুদ খান রনি, আবু সুফিয়ান শফিক, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম রায় প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় শোক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবীর, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আ.লীগ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর ইউএনও উত্তম কুমার রায় প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে দুঃস্থদের মাঝে নগদ টাকা ও খাবার বিতরণ করে জেলা আ.লীগ। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, অ্যাড. আব্রাহাম লিংকন, চাষী করিম প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর আ.লীগের সভাপতি গৌর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাবেক ক্রিকেটার মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ। এ সময় ১১নং ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ এবং মহল্লা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী : নোয়াখালীতে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন মোমিনুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, জেলা আ.লীগের সহসভাপতি আবু তাহের, উপদেষ্টা গোলাম মহিউদ্দিন লাতু, যুগ্ম সম্পাদক আব্দুল মমিন বিএসসি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ প্রমুখ।

মৌলভীবাজার : মৌলবীবাজারের আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক বৃটিশ কাউন্সিলর ও এম.আর গ্রুপের চেয়ারম্যান কলেজের প্রতিষ্ঠাতা এমএ রহিম (সিআইপি), অধ্যক্ষ প্রফেসর আব্দুর রজ্জাক, যুক্তরাজ্য মহিলা আ.লীগের সহসভাপতি নাসিমা রহিম, কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, মাহি ইফতেখার রহিম, ইসরাত আনজুম রহিম, জান্নাত নওমিন রহিম প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সম্পাদক এস এম সোলায়মান আলী, সিভিল সার্জন ডা. সামছ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) প্রমুখ।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. দিদার-উল-আলমসহ অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও শাখা ছাত্ররীগের নেতৃবৃন্দ।

জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ড. সির্দ্ধাথ দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, শাখা ছাত্রলীগের সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আ.স.ম. ফিরোজ এমপি, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, ইউএনও পিজুস চন্দ্র দে প্রমুখ। শোক র‌্যালিটি বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ছানাউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সমাজসেবা অফিসার আরিফ হোসেন, আ.লীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, ইউএনও মিজানূর রহমান, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কেশবপুর থানার ওসি শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও লীরা তরফদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, থানার ওসি ফিরোজ তালুকদার, অ্যাড. মোসলেম উদ্দিন প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও জুলিয়া সুকায়না, প্রভাষক ময়নুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) আছাদুজ্জামান আসাদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, ওসি এমদাদুল হক শেখ, আ.লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদির পলাশে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ইউএনও রুমানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা আলী, পৌর মেয়র শরিফুল হক, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা আ.লীগ সদস্য শরীফ খাঁন, ৫নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি আলাউদ্দিন, পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক ওহাব সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের পৌর সভাপতি বিশ্বজিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সারুয়ার হোসেন শাওন, ছাত্ররীগ নেতা ফয়সাল সরকার অমি প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল আলম, পৌর মেয়র মাসুদ পারভেজ, প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরিফ উদ্দিন নাসির, বাপ্পু সিদ্দিকি, মীর ফরহাদুল ইসলাম মনি, সাদিকুল ইসলাম প্রমুখ।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ইউএনও নবীরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, পৌর মেয়র উত্তম সাহা, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, উপজেলা আ.লীগের সম্পাদক টুটুল চৌধুরী, ওসি (তদন্ত) আরিফ আলি, উপজেলা যুবলীগের আহবায়ক পলিন চৌধুরি,বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মমিনুল হক সরকার,প্রভাষক ফরিদুল ইসলাম প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা আ.লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সম্পাদক মিরাজুল ইসলাম, সহসভাপতি নিজামুল হক নান্না, জেপি’র ভান্ডারিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আ.লীগের দফতর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলে ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ.লীগ আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, ওসি এসএম আব্দুস সোবহান, উপজেলা আ.লীগের যগ্ম আহ্বায়ক আফরুজা বারী প্রমুখ।

মিঠাপুুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এইচএন আশিকুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ইউএনও মামুন ভূঁইয়া প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। এ সময় সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, ইউএনও অভিষেক দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মদ, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ম. রুহুল আমীন, হানিফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় শোক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ তৌছিফ আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, এসআই (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও সোহানা নাসরিন, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, এসপি সার্কেল আবির হোসেন, পৌর মেয়র শামীম নেওয়াজ, সহকারি ভূমি কর্মকর্তা সালমা পারভীন, জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, ওসি শাহজাহান, পল্লবী হাসান প্রমুখ।

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুরে র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক, তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ বাবর, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যাক্ষ ও জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কলেজের দাতা সদস্য নুর মোহাম্মদ, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মহি উদ্দিন, সহকারি অধ্যাপক আনম বজলুর রশিদ, বলরাম দাস, ড. উত্তম কুমার সরকার, জানে আলম সিদ্দিকী প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আজগর আলী, স্ব্যাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দু পাল, দৌলতপুর থানার ওসি আযম খান প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও রাহেলা রহমত উল্লাহ্র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খাঁন হান্নান, যুদ্ধকালিন কমান্ডার তোবারক হোসেন লুঠু, উপজেলা আ.লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খাঁন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান, ওসি খোন্দকার ইমাম হোসেন প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, ইউএনও আশফিকুন নাহার, উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ, আ.লীগ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাহমিনা আক্তার তুহিন প্রমুখ।

সুজানগর (পাবনা) : পাবনার সুজানগর উপজেলায় আলোচনা সভায় বক্তব্য দেন আহমেদ ফিরোজ কবির এমপি, ইউএনও সুজিৎ দেবনাথ, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আব্দুল ওহাব, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অ্যাড. মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী, আব্দুল বাতেন হিরু, মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

থানছি (বান্দরবান) : বান্দরবানের থানছিতে শোকর‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, যুগ্ম সম্পাদক মুইশৈথুই মারমা, উবামং মারমা, থানছি মোটর মালিক সমিতির সভাপতি মংথোয়াইম্যা মারমা (রনি), অংপ্রু ¤্রাে, সিমন হেডম্যান, মালিরাং ত্রিপুরা প্রমুখ।

শালিখা (মাগুরা) : মাগুরার শালিখায় শোকর‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও তানভীর রহমান, ড. শ্রী বীরেন শিকদার, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আ.লীগের সম্পাদক অ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানার ওসি তরীকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্সী জেসমিন আক্তার শাবানা প্রমুখ।

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা আ.লীগের সম্পাদক জাবির হোসেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, ইউএনও হুমায়ুন কবির, পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি. চৌধুরী, ইউএনও জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা গাজী সামসুদ্দিন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, ওসি ইউনুচ আলী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মাদ আলী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রমানিক, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কেসমত আলী শেখ, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান শওকত সরদার প্রমুখ।

গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, ইউএনও মামুনুর রহমান, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, পৌর আ.লীগের সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সহকারি কমিশনার (ভূমি) স¤্রাট খীসা, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও হাফিজুল আমিন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি আশীষ কুমার কর, প্রাণিসম্পদদ কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী সরকার মো. সাজ্জাদ কবীর, প্রকল্প কর্মকর্তা আহাম্মদ রেজা আল আল মামুন প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে শোক র‌্যালি শেষে শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ৫ মাথা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন নীলফামারী-৪ আসনের এমপি রাবেয়া আলীম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও এস.এম গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সহকারি পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আ.লীগের সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও গণভোজে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মতিয়ার রহমান, ইউএনও মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারি কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, ওসি আবুল বাশার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, একেএম নুরুল হক তালকদার, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাড. আলহাজ্ব মো. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ হাওলাদার, জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, ইউএনও ঝোটন চন্দ্র প্রমুখ। উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয় এবং উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শওকত আলী, উপজেলা আ.লীগের সভাপতি শাহজাহান সিরাজ, রংপুর বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিডি আঃ ওহাব, সাবেক অধ্যক্ষ আঃ জলিল সরকার, ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবীর প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, আ.লীগের সহসভাপতি শফিকুর রহমান শফি, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, পৌর মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ইউএনও রাজিয়া সুলতানা, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা পরিষদের আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন প্রমুখ।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও আফরোজা আক্তার রিবা, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি (তদন্ত) ইয়াসিন মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক উদয় হোসেন প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, ওয়াহেদ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আঃ সামাদ, আনিসুর রহমান, অধ্যক্ষ আবু নাসেরসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে শোক র‌্যালিতে অংশ নেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনও মুহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ মো. জানে আলম প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগ সম্পাদক আনোয়ার হোসেন শেখ প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নূরুল ইসলাম, মোফাজ্জল হোসেন ভূঞা, সেলিনা আকতার সুমি, আসাদুল হক ভূঞা, কামরুল হাসান ভূঞা, ওসি রাশেদুজ্জামান, মুক্তিযোদ্ধা বজলুর রহমান প্রমুখ।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ইউএনও শাহে এলিদ মাইনুল আমিন প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও শিমুল কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, সহকারি কমিশনার নুর ই আলম সিদ্দিকী, ওসি রবিউল হোসেন, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড. কেরামত আলী, অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, উপজেলা আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকুসহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. সাইফদ্দীন ওয়ালীদ, উপজেলা আ.লীগের আহ্বায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মদ, সহকারি কমিশনার (ভূমি) মনজুর হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে জ্ঞানানস্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিতে সভায় বক্তব্য দেন ইউএনও রেহানুল হক, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. সৈয়দুল আলম শান্তু, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, কৃষক লীগের সভাপতি হামিদুল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close