নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার সংযোগ বন্ধের দাবি

‘প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিল করো, করতে হবে, আমরা প্রি-পেইড মিটার চাইনা’ এ স্লোগানকে সামনে রেখে ঝাড়– হাতে মানববন্ধন করেছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডের বিক্ষুব্দ এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ-লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ডে জালকুড়ি প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জালকুড়ি প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদুর সভাপতি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সামছুল আলম বাচ্চু, সদস্য মজিবুর রহমান, সিরাজুল ইসলাম শের আলী, আনোয়ার মাস্টার, জুয়েল প্রধান, প্রধান উপদেষ্টা আ: খালেক প্রধান, উপদেষ্টা শাহাবুদ্দিন প্রফেসর, আনোয়ার মাস্টার, রেজাউল করিম কুদরত প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষোভের সাথে বলেন, কোন নির্দেশ ছাড়াই আমাদের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমরা মানি না। এ সিদ্ধান্ত নিরীহ সাধারণ জনগনের বিরুদ্ধে আত্মঘাতি সিদ্ধান্ত। প্রি-পেইড মিটারের মাধ্যমে জনগনের অর্থ হাতিয়ে নেওয়ার একটি অপকৌশল। এছাড়া এ প্রি-পেইড মিটারের টাকা রিচার্জ করতে ২২ ডিজিটের একটি নাম্বার রিফিল করতে হয়। যদি একটি নাম্বার ভুল হয় তবে মিটারটি হ্যাং হয়ে যায়। তখন এ মিটারটি সচল করতে হলে বিদ্যুৎ কর্তৃপক্ষকে ৬০০ টাকা চার্জ দিতে হয়। প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্তকে জনগনের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close