হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

হাটহাজারীতে গৃহবধূ হত্যার অভিযোগ : আটক ৩

চট্টগ্রামের হাটহাজারীতে নির্র্যাতনের পর জান্নাতুল নাঈমা (২০) নামে এক গৃহবূধকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার পৌরসভার মেহেদী পাড়া রাজ মেহেদীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় ফারুক আহম্মদরে পুত্র প্রবাসী মো. ফোরহানের স্ত্রী। এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মাস পূর্বে রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের প্রবাসী সোলাইমানের কন্যা জান্নাতুল নাঈমার সঙ্গে হাটহাজারী পৌরসভার রাজ মেহেদী বাড়ির প্রবাসী ফোরকানের বিবাহ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নাঈমাকে শ্বশুর শাশুড়ী নির্যাতনের অভিযোগ আনেন নিহত গৃহবধূর স্বজনেরা। শনিবার গৃহবধূর শ্বশুর-শাশুড়ী অসুস্থতার কথা বলে পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের শ্বশুড় ফারুক আহম্মদ ,শাশুড়ী স্বর্ণা বেগম ও ননদ উন্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, গৃহবধূর হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুড়, শাশুড়ী ও ননদকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close