বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) ও কয়রা (খুলনা) প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

বালিয়াডাঙ্গী ও কয়রায় কৃতী সম্মাননা

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে গড়ে উঠা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হরিণমারী সৃজনী কিশোর সংগঠনের ১৪ বছর পুর্তি উপলক্ষ্যে ঈদ উৎসব, এলাকার এসএসসি পরীক্ষায় জিপি-৫ পাওয়া শিক্ষার্থী ও এলাকার কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম। এছাড়া গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম। সংগঠনটির সভাপতি অ্যাড. ফয়সাল কবির সৌরভের সভাপতিত্ব এবং সম্পাদক রাকিবুল সুলতান রাসেলের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, সংগঠনের পৃষ্টপোষক অ্যাড. সৈয়দ আলম প্রমুখ।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় ডিপ্লোমা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ও ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজী এবং ক্যারিয়ার এইডের সহযোগিতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোহাসিন রেজা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, কয়রা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close