কয়রা (খুলনা) প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৯

কয়রায় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক সেমিনার

খুলনা ইউনিভার্সিটিতে পড়–য়া কয়রার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও তৃতীয় বর্ষে অনুপ্রেরণামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা খুলনা ইউনিভার্সিটির প্রফেসর এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামন বাবু।

কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি মহিব্বুল্লাহ আল মারুফ ও সম্পাদক মাসুদ রানার পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন আইসিডির প্রধান উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রাণালয়ের এডি মো. আশারাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, জার্মানি কিয়েল ইউনিভার্সিটির পরিবেশ ও পানি গবেষক ড. অনিশেষ কুমার গাইন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুন সবুজ ও কৃষি গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close