ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ২০ মে, ২০১৯

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি

দিনাজপুরে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় ও প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজিত মিল মালিক নয়, সরাসরি কৃষককের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে হবে এবং প্রতিটি

মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর উপদেষ্টা রবিউল আউয়াল খোকা, আবুল হোসেন, হাফিজুল ইসলাম, নারী নেত্রী মায়া রানী, যুব মৈত্রীর জেলা সভাপতি মোসাদ্দেকুল ইসলাম মুকুল, শ্রমিক নেতা বিমল আগরওয়াল, মিজানুর রহমান মির্জা, পরজান আলী, সুলতানুর নাইম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close