পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০১৯

পাওনাদারকে কুপিয়ে জখম

পলাশে প্যানেল চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর পলাশে হানিফ মিয়া (২৫) নামে এক পাওনাদারকে কুপিয়ে গুরুত্বর জখমের ঘটনায় জালাল উদ্দিন নামে এক প্যানেল চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত হানিফ মিয়ার মাথায় ও মুখে ৪৪টি সেলাই দেওয়া হয়েছে বলে জানায় চিকিৎসক। সে এখন রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি দায়ের করেন হানিফের বড় ভাই নবিউল্লাহ। মামলার প্রধান আসামি জালাল উদ্দিন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য। এছাড়া তিনি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন- ইউপি সদস্য জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া, চাচাতো ভাই জাকির হোসেন ও ভাগিনা ফারুক মিয়াসহ অজ্ঞাত আরও ৫জন।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গত শনিবার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের হানিফ নামে এক যুবকের ওপর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনের নেতৃত্বে হামলা হয়। হামলাকারীরা হানিফকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close