সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৯

কাজিপুরে স্কুলছাত্রী অপহরণ

২৬ দিন পর মামলা নিল পুলিশ

সিরাজগঞ্জের কাজিপুরে দশম শ্রেণির ছাত্রী মনিকা খাতুন অপহরণের ২৬ দিন পর মামলা নিয়েছে কাজিপুর থানা পুলিশ। অপহরণের তিনদিন পর মনিকার বাবা গত ২৫ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করেন। পরে মনিকার বাবা মোজাম্মেল হক পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলে ওসি মামলা নেননি। মনিকা উপজেলার সোনাুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কাজিপুর থানায় করা জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় স্কুলে যাবার পথে একই গ্রামের নওশের আলীর পুত্র স্বপন ওরফে সাগর (২৫) মনিকা খাতুনকে (১৫) অপহরণ করে। খবর পেয়ে মনিকার পিতা স্থানীয় মুরুব্বিদের নিকট বিচার চেয়ে ব্যর্থ হন।

মোজাম্মেল হোসেন অভিযোগ করে বলেন, ওসি সাহেব মামলা নেই নিচ্ছি করে মামলাটি রেকর্ড করেননি।

কাজিপুর থানার ওসি একেএম লূৎফর রহমান জানান, প্রথমে মেয়ের বাবা একটি জিডি করেন। আমরা তার মেয়েকে উদ্ধারের জন্য সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছি। আর আজকে (মঙ্গলবার) নিয়মিত মামলা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close