প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৯

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯

খাদ্যদ্রব্য উৎপাদনে গুণগত মান নিশ্চিত করতে হবে

‘নিরাপদ মানসম্মত পণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের সকল ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সকলে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, রচনা-বিতর্ক-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং জেলা ক্যাব সভাপতি অ্যাড. এনায়েত আলী। স্বাগত জানান বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (উপসচিব) এসএম নাজিমুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ক্যাবের সম্পাদক এম নাজমুল আজম ডেভিড।

রংপুর : রংপুরে আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডি.আই.জি মজিদ আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ নুরুল আমীন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভিন, গবেষনা সহকারি রবিউল ইসলাম, ক্যাব এর জেলা সভাপতি আব্দুর রহমান, সম্পাদক আহসান উল হক তুহিন, মহানগর কমিটির সম্পাদক আব্দুর রহমান রাসেল, ইকবাল হোসেন প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। পরে আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো. শাহনাওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. কামরুজ্জামান, ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন, জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রি লিমিটের পরিচালক আব্দুল খালেক।

লালমনিরহাট : লালমনিরহাটে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, চেম্বার অব কমার্সের সহসভাপতি নাসিম উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। অনুষ্ঠানে স্বাগত দেন ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু।

গাইবান্ধা : গাইবান্ধায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বক্তব্য দেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, ক্যাব জেলা সভাপতি কেএম রোজউল হক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাছুম আলী প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আজম ও শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অকিল কুমার সিংহ, প্রধান শিক্ষক নোমান আহমদ প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভায় ইউএনও মো. জাকির হোসনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, শিক্ষক ইলিয়াস হোসেন, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান, নিরাপদ খাদ্য পরিদর্শক গৌতম কুমার সেন, শিক্ষক শাহজাহান কবীর, গণমাধ্যমকর্মী শেখ শামীম ও শিক্ষার্থী মাহিবী হাসান মাহী প্রমুখ।

দিনাজপুর-হিলি-ফুলবাড়ী : দিনাজপুরে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশীদ, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম, কনজিউমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সম্পাদক মো. খয়রাত হুসেইন, সহসভাপতি জিনাত রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. মু. শহীদুল্লাহ্, মাসউদরানা, অর্থ সম্পাদক হাজেরা হাসান, ইউএনও মো. ফিরুজুল ইসলাম, সূজা-উর-রব চৌধুরী, মানবেন্দ্র নাথ মনোজ প্রমুখ।

এদিকে হিলি (দিনাজপুর) প্রতিনিধি জানান, হিলিতে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্র্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এদিকে ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, ফুলবাড়ীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আ. সালাম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন ওসি শেখ নাসিম হাবিব, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম, মৎস কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।

আমতলী-বেতাগী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন একাডেমিক সুপার ভাইজার মো. সেলিম মাহমুদ, প্রধান শিক্ষক আলমগীর কবির, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রেজাউল করিম বাদল, পুস্তক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর জব্বার হাওলাদার ও ব্যবসায়ী মাখম ভট্টাচার্য প্রমুখ।

এদিকে বেতাগী (বরগুনা) প্রতিনিধি জানান, বেতাগীতে আলোচনা সভায় ইউএনও মো. রাজীব আহসানের সভাপতিত্বে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য অফিসার মো. মোস্তফা আল রাজীব। আলোচনা করেন মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, এসআই হারুন অর রশিদ, বেতাগী প্রেস ক্লাবের সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, মাওলানা জিয়াউল হক, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম মিয়া প্রমুখ।

আলফাডাঙ্গায়-বোয়ালমারী- মধুখালী (ফরিদপুর) : আলফাডাঙ্গায় আলোচনা সভায় ইউএনও জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত হোসেন, সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও. কুতুব উদ্দিন প্রমুখ।

এদিকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, বোয়ালমারীতে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমান, সাংবাদিক কোরবান আলী, প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।

অন্যদিকে মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, মধুখালীতে আলোচনা সভায় ইউএনও মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া। বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, উপজেলা ক্যাবের সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস, সাংবাদিক শাহজাহান হেলাল প্রমুখ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ হোসেন, দোকান মালিক সমিতির স¤পাদক ইবরুল হাসান ইবু, বেকারী সমিতির নেতা নাসির আহাদ জোয়াদ্দার প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজের মাইসা সাবাহ্ প্রথম, বান্দাইখাড়া স্কুলের সুলতান রওনক দ্বিতীয় এবং জামিলা আক্তার তৃতীয় স্থান লাভ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী, প্রেস ক্লাবের সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বক্তব্য দেন এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, মো. হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, আব্দুর রহমান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বোদা বাজার বনিক সমিতির সভাপতি আজহার আলী, মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক, রিপোটার্স ক্লাবের সম্পাদক মাহমুদুল হাসান বাবু।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম। বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাইছার রহমান মন্ডল, এনজিও ফোরামের উপদেষ্টা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রভাষক রফিকুল ইসলাম চৌধুরী শাহীন, বনিক সমিতির সভাপতি ভরত গোয়ালা, সম্পাদক সাইফুল ইসলাম ডালিম প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কৃষি অফিসার সৈয়দ শাহীনুর রহমান, আদমদীঘি থানার এসআই আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবির উদ্দিন ও অধ্যক্ষ এএইচএম মশিউল আলম প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, স্টেশন বাজার ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। পরে রচনামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close