আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৯

জমি নিয়ে বিরোধ

দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

বরগুনার তালতলীর কড়ইবাড়িয়া বাজারে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ ও বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মালেক ও শাহ আলী নামের দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কড়াইবাড়িয়া বাজারে ২ একর ৪ শতাংশ জমি নিয়ে হাবিব তালুকদার, আবুল বাশার বাদশা তালুকদার, সেলিম মোল্লা ও নুরুল ইসলাম ফকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হাবিব তালুকদার, আবুল বাশার বাদশা তালুকদার ও তার সহযোগীরা ওই জমিতে মাটি কাটতে গেলে সেলিম মোল্লা, নুরুল ইসলাম ফকির ও তার সহযোগীরা বাঁধা দেয়। এ নিয়ে শহিদুল তালুকদার বৃহস্পতিবার সকালে তালতলী থানায় লিখিত অভিযোগ দেয়। তালতলী থানার এএসআই জাকির হোসেন ঘটনাস্থানে এসে বিরোধী জমি পরিদর্শন করেন এবং দু’পক্ষের লোকজনকে তাদের কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেয়। পুলিশ ঘটনাস্থান ত্যাগ করার পরপরই সেলিম মোল্লার লোকজন হাবিব তালুকদারের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ২০জন আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close