লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৪ মার্চ, ২০১৯

লক্ষ্মীপুর জেলা পরিষদ

১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা ২৫টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন এ অভিযান পরিচালনা করেন। এতে জেলা পরিষদের প্রায় ১০ কোটি টাকা মুল্যের ১ একর ৩৩ শতক সম্পত্তি উদ্ধার হয়েছে বলে দাবি করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, রামগতি পৌর শহরে দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা। অবশেষে উচ্চ আদালতের রায় নিয়ে সকালে অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশ সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close