দোহার (ঢাকা) ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৯

দোহার ও নবাবগঞ্জ

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এর উদ্বোধন করেন ইউএনও আফরোজা আক্তার রিবা। উপস্থিত ছিলেন ওসি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানা রকম প্রযুক্তি তুলে ধরেন।

এদিকে নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, নবাবগঞ্জে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, ওসি সুব্রত কুমার সরকার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close