ফরিদপুর প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

মেডিকেল টেকনোলজিস্ট কলেজ

কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

ফরিদপুর শহরের বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানীর অভিযোগে আন্দোলনে নেমেছে কমিউনিটি ম্যাটসের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অবহেলা, প্রহসন ও যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। তারা জানান, কোন প্রতিবাদ করলেই ছাত্রীদের যৌন হয়রানী আর ছাত্রদের ভাইবা পরীক্ষায় ফেল করানো হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেন তারা।

অভিযুক্ত মধ্যে মো. মহসিন নামে এক পরিচালক তার বিরুদ্ধে আনা যৌন হয়রানীর অভিযোগ অস্বিকার করে বলেন, ‘আমরা যে সার্টিফিকেট দিবো তা দিয়ে তারা সকল চাকরীতে আবেদন করতে পারবে। বিএমডিসি’র অনুমোদন নেই স্বিকার করে বলেন, আবেদন করা হয়েছে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার কথাও অস্বীকার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close