মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

অধিকতর তদন্ত

দাফনের ৬ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

গোপালগঞ্জের মুকসুদপুরে দাফনের ৬ মাস পর ময়না তদন্তের জন্য জ্যোতি হীরা ওরফে সোহাগী নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের উপস্থিতিতে কলিগ্রামে নিজ বাড়ীর কবর থেকে ওই গৃহবধূর মৃতদেহ উত্তোলন করা হয়। এর আগে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার গৃহবধূর অধিকতর তদন্ত সাপেক্ষে লাশ উত্তোলনের নির্দেশ দেন। গৃহবধূ সোহাগী মুকসুদপুর উপজেলার কলিগ্রামের জ্যাকব হীরার মেয়ে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের আদ্বিত্য রায়ের ছেলে অচিন্ত রায় একই গ্রামের জ্যোতি হীরা ওরফে সোহাগীকে বিয়ে করে রাজধানী ?মিরপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। এর কিছুদিন পর ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জ্যোতি হীরাকে মারধরসহ শারীরিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে গত বছরের ২১ সেপ্টেম্বর জ্যোতি মারা যান। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অচিন্ত রায়, আদ্বিত্য রায়, যোগেশ রায় ও অন্তরা রায়কে আসামি করে আদালতে একটি মামলা করেন জ্যোতির পিতা জ্যাকব রায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close