মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্ব পালন না করলে আইনি ব্যবস্থা

সরকারি হাসপাতালের চিকিৎস, কর্মকর্তা ও কর্মচারীকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যদি কেউ অন্যায় করে, ডিউটি পালন না করে, তাদের ছাড় দেওয়ার সুযোগ নাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

কারণ তারা জনগণকে সেবা দিব না আর জনগনের ট্যাক্সের টাকা দিয়ে আমরা বেতন নিব-এটা গ্রহণযোগ্য হবে না। কাজেই এ বিষয়ে যা কিছু পদক্ষেপ নেওয়ার আমরা নেব।’ গতকাল শনিবার বিকেল মানিকগঞ্জ কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সম্পাদক ডা. এ কে এম আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং বায়ো কেমিস্ট বিভাগের সহযোগি অধ্যাপক ডা. বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close