ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

আশুগঞ্জে মাদক বিক্রি নিয়ে সংঘর্ষ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চরচারতলা এলাকার মো. আলী, মো. সেজান ও আবু বাক্কারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনা নিয়ে শুক্রবার সন্ধ্যায় চরচারতলা এলাকার হাকিরবাড়ির ইদ্রিস মোল্লার ছেলে ইকবালের সঙ্গে একই এলাকার পাত্থরবাড়ির ফজর রহমান মিয়ার নাতি সজিবের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়ে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে হাকিরবাড়ির লোকজন ও পাত্থরবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংষর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close