বরগুনা প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৯

বরগুনা ১০০ শয্যা হাসপাতাল

চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা

চিকিৎসক সংকটে চলছে বরগুনা ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতালে ৪২ টি মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক পদ থাকলেও ৮ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। আবার অনেকে ঠিকমত হাসপাতালে উপস্থিত থাকেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা জেলা সদরের ফুলঝুড়ী গ্রামের মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে কোন ডাক্তারকে দেখাতে পাইনি। এ কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যেতে হয়। হাসপাতালটিতে কর্মরত চিকিৎসকেরা হলেন- ডা. মো. সোহরাব উদ্দিন, ডা.সুর্বনা ইসলাম. ডা. মো. গোলাম ছগির, ডা. মো. কামরুল আজাদ, ডা. মো. আকতারুজ্জামান, ডা. মো. জাকির হোসেন মল্লিক, ডা. মো. সাইফুল ইসলাম সাকিল, ডা. নিহার রঞ্জন বৈদ্য। অপরদিকে মো. হোসাইন ইমাম নামে একজন চিকিৎসক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন। ৮টি পদ ছাড়া হাসপাতালটিতে ৩৪ চিকিৎসকের পদই খালী।

এ ব্যাপারে হাসপাতালের কর্তৃপক্ষ কোন কিছু বলতে রাজি হননি। তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে তত্বাবধায়কসহ ৮ জন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল।

এ ব্যাপারে হাসপাতালের প্রধান সহকারি মো. রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে ডাক্তার যোগদান করেই চলে যায়, আবার কেউ যোগদান করেন না। মাঝে মধ্যে কর্তব্যরতরা ঠিকমত উপস্থিত থাকনে না। জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহীন খান এর সঙ্গে মুঠো ফোনে কয়েক বার যোগাযোগ করতে চাইলেও তিনি ফোন রিসিভ করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close