ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০১৯

ধামরাইয়ে বাবুল হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঢাকার ধামরাই উপজেলায় মো. বাবুল মিয়া (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী মো. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বিলবাউটিয়া গ্রাম থেকে আজিজ মেম্বারকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামে মৃত জয়নাল আলীর ছেলে। গত বছরের ২৩ মে বেলা ১১ টার সময় বাবুল নিজ বাড়ীতে মারা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে প্রকাশ্যে মো. আব্দুল আজিজ মেম্বার মো. বাবুলকে পিটিয়ে হত্যা করে। এ সময় ঘাতকরা বাবুলকে মাদক ব্যবসায়ী বলে এলাকায় প্রচার দেয়। পরে নিহত বাবুলের মা বাদি হয়ে ধামরাই থানায় অজ্ঞাতনামাদের অসামী করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার ছয়মাস পরে মেডিকেল রিপোটে বাবুলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে। এচাড়াও মাদকের সঙ্গে তার কোন সর্ম্পক নেই বলে রিপোর্টে বলা হয়েছে।

উপ-পরিদর্ষক (এসআই) মো. তৌহিদ হোসেন জানান, আমরা বাবুলের মৃত্যুর মেডিকেল রিপোট পেয়েছি, সেখানে দেখা যায় বাবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে মাদকের কোন রিপোর্ট পাওয়া যায়নি। গতকাল গোপন সংবাদের ভিত্তিত্বে মো. আব্দুল আজিজ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close