মামুন আহম্মেদ, বাগেরহাট

  ১৭ নভেম্বর, ২০১৮

আ.লীগ ও বিএনপিতে কোন্দল

বাগেরহাটের ৪টি আসনে মনোনয়ন কিনেছেন ৫৯ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে জেলার ৪টি আসনে প্রধান দুই দল থেকে ৫৯ জন মনোনয়ন কিনেছেন। এর মধ্যে আ.লীগের ২৯ জন, বিএনপির ২২ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন এবং জামায়াতে ইসলামীর ২ জন (স্বতন্ত্র হিসেবে) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরই মধ্যে আ.লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন বর্ষীয়ান ও প্রবীণ বেশ কয়েকজন নেতা। এছাড়াও দেশবরেন্য অনেক তরুণ আলোচিত নেতাও প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আ.লীগের দলীয় মনোনয়ন বিক্রয় প্রক্রিয়া শেষ হলেও অন্য দলের মনোনয়ন বিক্রয় চলছে বেশ জোরেসোরেই। দলীয় মনোনয়ন কেনা ও চূড়ান্তভাবে দলের প্রার্থী মনোনিত হতে জেলা ও উপজেলার নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। তাই শেষ মুহুর্তে কে চুড়ান্ত প্রার্থী মনোনিত হন সেটা জানতেই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আ.লীগ ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। এদিকে, দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে বাগেরহাটে প্রকাশ্যে আসতে শুরু করেছে বড় দুই দলের অভ্যান্তরিন কোন্দল। কোন্দলের বিষয়টি নিয়ে এ দুই দলের নেতারা প্রকাশ্যে এতদিন কিছু না বললেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে অভ্যান্তরিন কোন্দল এখন প্রকাশ্যে রুপ নিয়েছে। তাই বাগেরহাটের ৪টি আসনেই বিএনপি ও আ.লীগের একাধিক প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিয়ে বিএনপি-আ.লীগের নেতাকর্মীসহ সাধারন ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close