আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০১৮

বরগুনা-১

আ.লীগের অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশীর বিপরীতে বিএনপির ৭

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থীর বিষ্ফোরণ ঘটেছে বরগুনা-১ আসনে। এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৫২ জন প্রত্যাশি। বিপুলসংখ্যক প্রার্থীর কারণে দলের হাইকমান্ডের আলাদা দৃষ্টি এ আসনের প্রতি। তবে বিষয়টা নেতৃত্বের উত্থানের চেয়ে স্থানীয়দের মধ্যে হাসির খোরাক হয়েছে। জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত আসন গঠিত হওয়ায় এমন প্রার্থী উত্থান ঘটেছে বলে দলীয় নেতাকর্মীদের মত। তবে এত প্রার্থীদের ভিড়ে সবার আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান এমপি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ সম্ভু এবং সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের মনোনয়ন পাওয়া না-পাওয়ার বিষয়টি। এদিকে আসনটিতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাত্র সাতজন। প্রার্থী পাওয়া নিয়ে গতকাল বুধবার আমতলী সাপ্তাহিক বাজারের দিন প্রেসক্লাব রোডের কামালের চায়ের দোকানে আগদের সঙ্গে কথা বলে এ প্রতিনিধি। দোকানে হলদিয়া থেকে আসা রহমান মিয়া (৫০), চাওড়া ইউপির লোদা গ্রাম থেকে আসা কামাল হোসেন (৪৫) আলাপ কালে পরস্পরকে বলেন, ‘যত জনই দলীয় মনোনয়ন কিনুন না কেন, নৌকা পাবে দেলওয়ার হোসেন, না হয় পাবেন সম্ভু দা’। এর বাইরে যাবে না।

বরগুনা-১ আসন থেকে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদার, সাবেক সংসদ সদস্য (১৫ ফেব্রুয়ারি ’৯৬) এ্যাড. আব্দুল মজিদ মল্লিক, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম। এছাড়াও আছে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মাহবুব আলম ফারুখ মোলা, কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা, বিএনপির সদস্য ওমর আব্দুলাহ শাহিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close