কুবি প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

কুবিতে প্রক্সি দিতে এসে আটক ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় প্রক্সি দিতে এসে দুইজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের নির্ধারিত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৫০১নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী একজনকে সন্দেহ করা হয়। এ সময় ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকরা মিনহাজ নামে একজনকে আটক করে। পরে সংশ্লিষ্ট অভিযোগে ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে মো. মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসসহ পরীক্ষার কেন্দ্রগুলো জুড়ে উৎসবমুখর ছিল ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভিড়ে। শিক্ষার্থীদের ও অভিভাবকদের সুবিধার্থে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারা শিক্ষার্থীদের কেন্দ্রগুলোতে দ্রুত পৌঁছে দোয়ার জন্য আয়োজন করে জয় বাংলা বাইক সার্ভিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close