ফরিদপুর প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

ফরিদপুরে কৃষক সমাবেশ

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের রশিদ মুন্সীর ডাংগীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করে শ্যালো মেশিনের প্র্যাকটিকাল ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। এতে প্রধান অতিথি বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোপাল কৃষ্ণদাস।

সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান মোস্তাক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আবদুস সালাম, আদর্শ কৃষক মো. আমিনুজ্জামান জামান প্রমুখ।

কৃষক সমাবেশের আগে শতাধিক ছিড়ার মেশিনের মাধ্যমে (কলের লাঙ্গল) জমি চাষাবাদ করা হয়। পরে চাষকৃত জমিতে একযোগে চাষিরা মুড়িকাটা, পেয়াজ ও রসুন রোপণ করেন। এ সময় আয়োজক আবু বকর সিদ্দিক বলেন, সম্মিলিতভাবে জমি চাষাবাদ করলে উৎপাদন খরচ কম হয়, অল্প সময়ে জমিতে অধিক ফসল রোপণ করা যায়। এ ছাড়াও চাষিদের মাঝে মিল-বন্ধনের সৃষ্টি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close