ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

আঠারবাড়ীকে থানা করার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে থানা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সর্বস্তরের মানুষ দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। জানা গেছে, আঠারবাড়ি ইউনিয়নটির অবস্থান ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কেন্দুয়া উপজেলার সীমান্তঘেঁষে। ব্যবসার ক্ষেত্রে আঠারবাড়ি বাজার বিখ্যাত। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের। এলাকাবাসী তদন্ত কেন্দ্রটিকে থানায় রূপান্তরিত করার দাবিতে একাট্টা হয়েছে। এই দাবি আদায়ে রোববার সকাল ১০টায় রাস্তায় নামে এলাকাবাসী। আঠারবাড়ি-কেন্দুয়া সড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করা হয়।

আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, আঠারবাড়িকে থানায় রূপান্তরিত করা এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে উঠেছে। পূর্ণাঙ্গ থানা না করা পর্যন্ত এলাকাবাসী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close