হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

হালদা নদী থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে ৩ হাজার মিটার অবৈধ করেন্ট জাল জব্দ করেছেন ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। গত বৃহস্পতিবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে হালদার মুখ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল গুলো আগুনে ধ্বংস করা হয়। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ নিধন বন্ধ, মাছের অবাদ বিচরণ সর্বোপরী নদীকে মাছের অভয়ারন্যে পরিনত করতে অবৈধ জাল দিয়ে মাছ আহরণ ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে এ অভিযান চালোন হয়। ইউএনও জানান, হালদা নদীতে অভিযান পরিচালনা করে গত ১৮ দিনে প্রায় ৬ হাজার মিটার অবৈধ জাল ও বালু উত্তোলনের দায়ে চারটি ড্রেজার জব্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close