নীলফামারী প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

‘তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেওয়ার দাবি’

তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রোববার দুপুরে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে শুরু করে মিছিলটি চৌরঙ্গি মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় জেলা সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সম্পাদক শ্রীদাম দাসের পরিচালনা বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান, মাহবুব ইসলাম, প্রিন্স চাকলাদার, সাগর আহমেদ ও উদাস রায়। এ সময় বক্তারা অভিযোগ করেন, অবাধ নিরপেক্ষ, অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বর্তমান সংসদ ভেঙে দেওয়াসহ বর্তমান সরকারের পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close