বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

হাসপাতালে আসেন অনিয়মিত হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট দিলসানারা আফরোজ কর্মস্থলে হাজিরা খাতায় একদিনের অগ্রিম স্বাক্ষর দিয়ে চলে গেছেন। পরদিন স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর দেখে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়। গত সোমবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট দিলসানারা আফরোজ মুঠোফোনে বলেন, কর্তৃপক্ষকে না জানিয়ে হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করা ভুল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৬ আগস্ট দাফতরিক কাজে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন টেকনোলজিস্ট দিলসানারা আফরোজ। ওই দিন হাজিরা খাতায় চলমান কার্যদিবস ও ১৭ তারিখের কলামে অগ্রিম স্বাক্ষর করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক স্টাফ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আসেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুুয়েল। সেই সুযোগ ব্যবহার করে মাঝে মাঝেই এমন কাজ করেন ওই টেকনোলজিস্ট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবুল কাসেম বলেন, এটা তদারকির দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। তবে ঘটনা সত্য।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল জানান, বিষয়টি আমি জানি না। দাফতরিক কাজে সিভিল সার্জন অফিসে থাকার কারণে এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে অফিসে গেলে বিস্তারিত বলতে পারব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close